মিঞা মামুনঃ
মিঞা পরিবারের নতুন (এমবিবিএস) ডাঃ
আকিল হায়দার জিদান।অভিনন্দন জানাচ্ছি গোটা মিঞা পরিবারের পক্ষ থেকে।আজ রেজাল্ট হলো চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস ২০১৭-১৮ সেশনের ফাইনাল পরীক্ষার।পিতাঃ হোসেন হায়দার মিঞা, মাতা আমিনা বেগমের একমাত্র সন্তান আকিল হায়দার জিদান।
জিদানের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মিঞা পরিবার সন্তান।
ডাঃ জিদানের দাদাঃ মরহুম অলিউল্লাহ মিঞা ( সাবেক এডিসি)
তার আরও দুই চাচা এমবিবিএস ডাঃ
ডাঃ সোহেল মাহমুদ
ডাঃ শাহীদ মাহমুদ।
ডাঃ জিদানের স্বপ্ন এবং পরিকল্পনা তিন মাস পর,পর নিজ গ্রামে গরীব অসহায়দের সেবা দেওয়া।
আপডেট টাইম : শনিবার, সেপ্টেম্বর ২, ২০২৩, ১২৬ বার পঠিত
