দ্বাদশ নির্বাচনকে ঘিরে চাঁদপুর ১ আসনের প্রার্থীরা সক্রিয় হচ্ছে

 

এস আর শাহ আলম:

আগামী স্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের অন্যান্য জেলার ন্যায় চাঁদপুর-১ কচুয়া আসনেও বইতে শুরু করেছে নির্বাচনী আগাম প্রচারনা হাওয়া। আওয়ামী লীগের উন্নয়নের প্রচার দিয়ে নিজেদের প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন দলীয় নেতৃবৃন্দ, তার সাথে জনগনের আশার হাল ছারেনি বিএনপি ও জাতীয় পাটি, এখন পর্যন্ত যদিও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষনা দেয়নি, তারপরে, সরকারের পতন ঘটাতে নানাহ তর্থ তুলে ধরে নিজেদের প্রচার প্রচারণায় সরগম হয়েছে।

লক্ষ করা যায় সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা ক্রমেই নির্বাচনী মাঠে সরব হয়ে উঠছেন। ইতোমধ্যে সভা- সমাবেশ, কর্মী সভা, দান- অনুদানের মাএাও বারিয়ে দিয়েছেন, এবং ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেও পিছু হাটছেন না। এবং সামাজিক ও পারিবারিক সকল অনুষ্ঠানে সব দলের মনোনয়ন প্রত্যাশীরা অংশ গ্রহন করে দলীয় গণসংযোগ ও নির্বাচনী প্রচারের মাধ্যমে নিজেদের প্রার্থীতার কথা জানান দিচ্ছেন। এর পরেও নঁতুন মুখের প্রার্থীরা জনগের ইঙ্গিতের আশা করেন, এক কথায় বলেন জনগন চাইলে আমি আপনাদের সেবক হবো, আর দল থেকে আমায় প্রার্থীতা করলে এলাকার উন্নয়ন সহ হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন হবে।

তবে আলোচ্য বিষয় হচ্ছে আসছে নির্বাচনে কচুয়া (১) সংসদীয় আসনে কে, কোন দলের প্রার্থী হবেন এ নিয়ে কচুয়া মানুষের মধ্যে জল্পনা কল্পনার শেষ নেই। তারপরেও ভোটারা সরাসরি মুখ না খুললেও মনোনয়ন পেতে বহু নেতাকর্মী নিজ নিজ দলের কেন্দ্রীয় পর্যায়ে লবিং শুরু করে দিয়েছেন। তবে দলীয় প্রার্থীতা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রয়েছে নানামুখী উত্তাপ ও উত্তেজনা। মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতারা দলের সভাপতি শেখ হাসিনার সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে আসনটি ধরে রাখতে কোমর বেঁধে মাঠে নেমে যার যার মত প্রচার প্রচারণা চালাচ্ছে।

অন্যদিকে বিরোধী দল জাতীয় পার্টি, বিএনপি বা জোটগত নেতারা নানান কৌশলে নিভৃতে তাদের দাবিগুলো সামনে এনে দলীয় কর্মসূচি পালন করে যাচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ের ধারা অব্যহত রাখতে আসনটি পুনরুদ্ধারের চেষ্টায় নির্বাচনী মাঠে রয়েছেন প্রার্থীরা। কেউ পিচ পা হচ্ছেন না প্রচার প্রচারণা থেকে, সরকার দলীয়দের উন্নয়নের প্রচার প্রচারণা আর বিএনপি, জাপার সরকার পতনের নীল নকশার প্রচার।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (সকাল ৬:২৭)
  • ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১