শাহাদাত হোসেন, রাউজান( চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে জনগণের সহায়তায় ৩’শ লিটার পাহাড়ি চোলাইমদ ভর্তি দুটি’ সিএনজি অটোরিক্সাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে গতকাল রোববার ভোর রাতে রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিটিয়া পাড়া চৌধুরী ঘাটা মোতালেব সওদাগরের বাড়ীর সামনে স্থানীয় লোকজন বিপুল পরিমান চোলাইমদসহ দু’টি সিএনজি গাড়ী জব্দ করে পুলিশকে খবর দেয়।সংবাদ পেয়ে রাউজান থানার এসআই অসীম কুমার ভৌমিক সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী মোঃ দিদার(৩২)কে আটক করে চোলাইমদ পরিবহনে ব্যবহৃত দু’টি সিএনজি অটোরিক্সা (রেজিঃ নং-চট্টগ্রাম-থ-১৪-৯১৩৬ ও রেজিঃ নং-চট্টগ্রাম-থ-১৪-১০৫৩) গাড়ী জব্দ করা হয়। কৌশলে জাহেদ (২৪)নামের এক সিএনজি চালক পালিয়ে যান। আটককৃত দিদার উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব রাউজান অছির মোহাম্মদের বাড়ীর সাহাব উদ্দিনের ছেলে।রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, স্থানীয় জনগণ ৩শ লিটার চোলাইমদ ভর্তি দু’টি সিএনজি গাড়িসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আটক মাদক ব্যবসায়ী দিদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামী দিদারের বিরুদ্ধে সিএমপি এর বায়েজিদ বোস্তামি থানায় ডাকাতি মামলা, রাউজান থানায় অপহরণ ও মাদক মামলা রয়েছে। অপরদিকে ১৯৯৪ সালের মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আবু বক্করকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের খলিফা ঘোনার মাহবুবুল আলমের ছেলে।