চাঁদপুর জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত”

 

অদ্য মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়, চাঁদপুর এর সম্মেলন কক্ষে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম মহোদয় এর সভাপতিত্বে চাঁদপুর জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম মহোদয়ে’কে চাঁদপুর জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পুলিশ সুপার মহোদয় উপস্থিত জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন।

পুলিশ সুপার মহোদয় বলেন, চাঁদপুর জেলাকে অধিকতর নিরাপদ ও বাসযোগ্য করাই জেলা পুলিশের লক্ষ্য । মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দুর্নীতিরকারীদের ছাড় দেওয়া হবে না, সাধারণ মানুষ যাতে কোন অপরাধ না করতে পারে এই জন্য দুর্নীতি প্রতিরোধ কমিটি সতর্ক থাকতে হবে। সমাজ কে শক্তিশালী করার মাধ্যম সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা যেতে পারলে তাহলে দুর্নীতি এড়ানোর সম্ভব বলে আমি বিশ্বাস করি এবং তার পাশাপাশি জেলা পুলিশ পাশে থাকবে।কোন ব্যক্তির দায় সংগঠন দায়বদ্ধ থাকবে না। দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানের লোকরা কাজ করার সময় হয়তো তাদের কাজে বাধা দিতে পারে সেই সাথে কোন বাধা সৃষ্টি হলে পুলিশ পাশে থাকবে। আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারলে তাহলে অপরাধ দমন দূর করা যাবে।সেই সাথে সুশীল সমাজ প্রতিষ্ঠিত করতে হলে মাদক নিয়ন্ত্রণ ,সাইবার বুলিং, জঙ্গিবাদ প্রতিরোধ, কিশোর গ্যাং, ইভটিজিং, যানযট নিরসন ও সামাজিক জনসচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশিং সেবাকে জনগনের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)জনাব রাশেদুল হক চৌধুরী,চাঁদপুর সহ জেলা পুলিশ এর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (বিকাল ৪:০৮)
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০