মুখ দেখে কোন ছাড় নয়, অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবেঃ ওসি আশরাফুল আলম 

 

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ মুখ দেখে কোন অপরাধীকে কোন ছাড় দেওয়া হবে না। আইন আইনের গতিতে চলবে। অপরাধী যেই হোক আইনের আওতায় এসে কঠোর শাস্তি দেওয়া হবে। যে  দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রামপাল থানা  পুলিশ দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় অবিরাম পরিশ্রম করে যাচ্ছে। পুলিশ জনগনের সেবক, পুলিশকে বন্ধু মনে করুন। যে কোন বিষয়ে আইনি সহয়তা পেতে সরাসরি থানায় আসুন। রামপাল উপজেলার গিলাতলা বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম।

বুধবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গিলাতলা বাজার কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গিলাতলা বাজার বণিক সমিতির সভাপতি গাজী রাসেল ও ময়না আদর্শ কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন।

এসম আরো উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ আসাবুর রহমান রতন, ব্যবসায়ী ইসরাফিল হাওলাদার, ইউপি সদস্য শিকদার জিয়াউর রহমানসহ ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় আগামী এক সপ্তাহের মধ্যে সম্পুর্ণ বাজার সিসি ক্যামেরার আওতাধীন করা হবে।  প্রধান অতিথি বক্তব্যে তিনি আরও বলেন যে, যে কোন আইনি সেবা পেতে থানায় আসবেন। মাদক সামাজিক ব্যাধী সকলে ঐক্যবদ্ধ হয়ে মাদক মুক্ত সমাজ গড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ১১:১৪)
  • ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১