নালিতাবাড়ীতে ৫৫ বোতল ভারতীয় মদসহ ইমন নামে এক যুবক আটক

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে মাদক বিরোধী অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদসহ হাসিবুল হাসান ইমন (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
৫ সেপ্টেম্বর মঙলবার গভীর রাতে পৌরশহরের দক্ষিণ বাজার এলাকায় নিজ বাসা থেকে ইমনকে আটক করে পুলিশ। ওইসময় তাঁর বাসা থেকে জব্দ করা হয় ৫৫ বোতল ভারতীয় মদ। ইমনের পিতার নাম নজরুল ইসলাম।
এব্যাপারে নালিতাবাড়ী থানায় মামলা হয়েছে। ৬ সেপ্টেম্বর বুধবার পুলিশ ইমনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে ইমনের বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ইমনের বাসা থেকে তাঁর হেফাজতে থাকা ৫৫ বোতল ভারতীয় মদ জব্দ ও ইমনকে আটক করা হয়। ইমন দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছে বলেও জানান ওসি এমদাদুল হক।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (রাত ১১:১৬)
  • ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০