ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৯ তম শুভ আবির্ভাব তিথি শ্রী শ্রী জন্মাষ্টমী ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

 

অদ্য বুধবার চাঁদপুর সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জনাব কামরুল হাসান, জেলা প্রশাসক, চাঁদপুর মহোদয়ের সভাপতিত্বে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৯ তম শুভ আবির্ভাব তিথি শ্রী শ্রী জন্মাষ্টমী ২০২৩ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম মহোদয়।

আলোচনা সভায় পুলিশ সুপার মহোদয় সকলকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ধর্ম যার যার কিন্তু রাষ্ট্র সবার এবং রাষ্ট্র স্বীকৃত অনুষ্ঠানগুলোও সবার। আজকে শুভ জন্মাষ্টমী অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আমার সকলেই মিলে শান্তিপূর্ণভাবে পালন করবো। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ ধর্মের রীতিনীতি মেনে চলা উচিত। সকলে মিলে শুভ জন্মাষ্টমী উৎসব পালন করার পাশাপাশি শুভ জন্মাষ্টমীর র‍্যালি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা সতর্ক আছে।

আলোচনা সভা শেষে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে চাঁদপুর জেলার বিভিন্ন সংগঠন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়।

পুলিশ সুপার, চাঁদপুরের পক্ষ থেকে শ্রীকৃষ্ণের ৫২৫৯ তম শুভ আবির্ভাব তিথি শ্রী শ্রী জন্মাষ্টমী ২০২৩ উপলক্ষে চাঁদপুর জেলার জন্মাষ্টমী উদযাপন পরিষদ সদস্যদের মাঝে সৌজন্য শুভেচছা উপহার প্রদান করা হয়।

এসময় জনাব মো: ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাঁদপুর সহ জেলা পুলিশ এর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (রাত ১১:০১)
  • ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০