মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম সিএমপি চান্দগাঁও থানা পুলিশের অভিযানে থানা এলাকা হতে অপহরণের ৩ দিন পর ৩ বছরের শিশু আব্দুল্লাহকে উদ্ধার করা হয়েছে।
৬ সেপ্টেম্বার বুধবার সকালে নগরের পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে চান্দগাঁও থানা পুলিশ।
শিশুর পরিবার থানায় অপহরণ মামলা করে। বুধবার সকালে পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার পুলিশ বক্সের আশেপাশে হাঁটাহাঁটি করা অবস্থায় দেখতে পেয়ে আমাদের চান্দগাঁও থানা পুলিশের বিশেষ অভিযান টিম শিশুটিকে উদ্ধার করে।
গত ৪ সেপ্টেম্বার সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চান্দগাঁওয়ের পশ্চিম মোহরা হাজী নাজির লেইনের রুহুল আমিনের বাড়ি থেকে অজ্ঞাত এক নারী কৌশলে শিশু আব্দুল্লাহকে অপহরণ করে নিয়ে যায়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.খাইরুল ইসলাম বলেন,আমাদের চান্দগাঁও থানা পুলিশের বিশেষ অভিযান টিম শিশুটিকে উদ্ধার করে। অপহরণ কাণ্ডের সাথে জড়িত নারী সহ অপহরণ চক্রের সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে চান্দগাঁও থানা পুলিশ।