রাউজান প্রতিনিধি: অতিরিক্ত মালামাল বোঝায় ট্রাকের দাপটে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। প্রতিদিন এ মহাসড়কে পার্বত্য জেলার রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা হতে কাঠ বোঝায় ও বাঁশ বোঝায় তিন শতাধিক ট্রাক চলাচল করে থাকে। একই ভাবে চট্টগ্রাম নগরী থেকে খাদ্য সামগ্রী নিয়ে দুই শতাধিক ট্রাক চলাচল করে থাকে এ সড়কে। এসব ট্রাক মাত্রা অতিরিক্ত মালামাল পরিবহন করায় প্রায় সময় ঘটে সড়ক দুর্ঘটনা। অতিরিক্ত মাল বোঝায় ট্রাক নিয়ন্ত্রনে হাইওয়ে পুলিশের ভূমিকা সব সময় প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। পুলিশকে দেখা যায় এসব গাড়ি থামিয়ে টাকা নিয়ে ছেড়ে দিতে। গতকাল (৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার মহা সড়কের রাউজান কুন্ডেশ্বরী এলাকায় আইল্যান্ডের মাঝে একটি অতিরিক্ত বাঁশ বোঝায় ট্রাকের চাকা দেবে আটকে পড়ে। সড়ক পরিবহন মন্ত্রনালয় সূত্রে যানা যায়, সড়কে ৬ চাকার গাড়ি সর্বোচ্চ ১৫ টন, ১০ চাকার গাড়ি ২৫ টন ১৪ চাকার গাড়ি ৩৩টন মালামাল পরিবহ করার পরিসীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে ৬ চাকার গাড়ি ২৪ থেকে ৩০ টন মালামাল নিয়ে ঝুঁকি পূর্ণ অবস্থায় চলাচল করছে। রাউজান হাইওয়ে থানার ইনচার্জ এস আই মোজ্জাম্মেল হক মুঠোফোনে বলেন, ওজন পরিমাপের জন্য আমাদের কোন স্কেল দেওয়া হয়নি। আমরা অতিরিক্ত ঝুঁকি মনে হলে গাড়িকে মামলা দিয়ে থাকি।