বিলুপ্ত হচ্ছে পাহাড়-খাদ্যে সংকটে লোকালয়ে বন্যপ্রাণী

 

শাহাদাত হোসেন, রাউজান ( চট্টগ্রাম) প্রতিনিধি:

পাহাড়ে বন্যপ্রাণীদের খাদ্য সংকট দেখা দিয়েছে। আর তাই ওরা খাওয়ার সন্ধানে নিয়মিত লোকালয়ে চলে আসছে। এমনিতেই বিলুপ্ত হচ্ছে পাহাড়ের বন্যপ্রাণী। অব্যাহত বনভূমি নিধনের কারণে বানর ও হরিণসহ বেশ কয়েকটি প্রজাতি পাহাড়ে থাকলেও খাদ্য সংকটে ভুগছে তারা।পাহাড়ে খাদ্যে সংকটে থাকা ক্ষুধার্ত বানর ঢুকে পড়ছে রাউজানের বিভিন্ন গ্রামে। গতকাল রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামে লোকালয়ে খাদ্যের সন্ধানে ছুটে আসে বানর।বানর দেখতে এলাকার লোকজন ভিড় জমালেও বানর গুলো এখান থেকে ওখানে ছুটে বেড়াচ্ছে। এ সময় এলাকার লোকজন ক্ষুধার্ত এসব বানরদের কলাসহ নানা ধরনের ফল দিয়ে পোষ মানার চেষ্টা করছে। তবে এলাকার কৃষকদের অভিযোগ দলবেঁধে বানর হানা দিচ্ছে গ্রামবাসীর ফসলী জমিতে। এছাড়াও বাড়ির আঙিনায় লাগানো ফসলে হানা দিচ্ছেন ছোট বড় বানর। এই বানরের উপদ্রব গ্রামে প্রতিনিয়ত বাড়লেও মানুষ তাদের আচরণে তেমন একটা অতিষ্ঠ নয়। কারণ মানুষ মনে করেছেন পাহাড়ে ব্যাপক খাদ্যের অভাবে তারা লোকালয়ে খাবারের সন্ধানে প্রবেশ করছেন। উপজেলার পাহাড়তলী ইউনিয়ন, কদলপুর ও নাতোয়ান বাগিচা এলাকার কয়েকটি এলাকায় বর্তমানে বানর মানুষের ঘর বাড়িতে ঢুকে পড়েন। উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া ও কদলপুর ইউনিয়নের ভোমরপাড়া ও পৌর সভার নয় নং ওয়ার্ডের কাজী পাড়া, রাবার বাগান এলাকায় বানরের দৃশ্য চোখে পড়ে। তারা ঘরের টিনসেড, গাছের ঢালে বসে থাকে। খাওয়ার নিয়ে লোকজন তাদের দিতে আসলে উপর থেকে নিচে নেমে আসে। কিছু কিছু বানর পোষ মেনে মানুষের সাথে বসবাস করা শুরু করেছে।ভোমরপাড়া এলাকার আলী আজগর জানান, তার ঘরে দুইটি বানর প্রতিদিন আসা যাওয়া করে। তারা এসে খাবার খেয়ে চলে যায়। রাউজান পৌরসভা কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী জানান, বানর গুলো খাদ্য সংকটে পড়ে খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে এসেছে। তার ওয়ার্ডের কয়েকটি গ্রামে তাদের উপদ্রব বেড়েছে বলে জানান এ জনপ্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (রাত ১১:২৮)
  • ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০