চাঁদপুর শাহরাস্তিতে কাঁকৈরতলা মাদ্রাসায় একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

মোঃ হাসানুজ্জামানঃ

চাঁদপুরের শাহরাস্তিতে কাঁকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসার চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন চাঁদপুর ৫ আসনের সংসদসদস্য মেজর অবসর প্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।৭ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে টেলিকনফারেন্সের মাধ্যমে তিনি এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম গোলাম কিবরিয়ার পুত্র সরোয়ার কিবরিয়ার সভাপতিত্বে ও মাওলানা বিল্লাল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, স্থানিয় সংসদসদস্য মেজর অবসর প্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ আবদুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেডএম আনোয়ার।

এছাড়াও বক্তব্য রাখেন, মাদ্রাসা সুপারিন্টেনডেন্ট মোঃ জহিরুল হক,
শিক্ষানুরাগী ইয়াসিন বিএসসি।
এসময় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতা-কর্মি, এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার সকল প্রতিষ্ঠানের পাশাপাশি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের অবগত কাঠামো উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৪তলা বিশিষ্ট এই ভবনটি। মাননীয় প্রধানমন্ত্রী এভাবে সারা বাংলাদেশে ভবন দিয়ে ইসলামিক শিক্ষাকে ত্বরান্বিত করতে চেষ্টা করে যাচ্ছেন। এসরকারের আমলে শুধু শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি হয়নি, বিদ্যুত, রাস্তা, পুল, কালভাট, বড় বড় ব্রীজ নির্মাণ করে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। আজকের শিক্ষার্থী আগামীদিনে দেশ গড়ার হাতিয়ার। তাই শিক্ষার্থীরা যথাযথ পাঠ গ্রহন করে নিজেদের তৈরী করার তাগাদ দেন তিনি।
শিক্ষক এবং আমাদের আলেম সমাজ সবাই এগিয়ে আসলে স্মার্ট বাংলাদেশ গড়তে অতি সহজ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

বক্তারা বলেন, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীন বাংলাদেশকে উন্নত দেশে রুপান্তরিত করতে তাঁরই কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। প্রিয় অভিভাবক মেজর রফিকুল ইসলাম বীর উত্তম প্রধানমন্ত্রীর অনুদানের মাধ্যমে শাহরাস্তিতে ব্যাপক উন্নয়নমূলক কর্ম সমাপ্ত করেছেন। এখনও যে সকল কার্যক্রম হাতে রয়েছে তা সমাপ্ত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এই আসন থেকে আবার মেজর রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়কে নির্বাচিত করে আমাদের অবশিষ্ট উন্নয়ন সমাপ্ত করতে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (রাত ১২:১৪)
  • ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০