অদ্য শুক্রবার হাজীগঞ্জ থানাধীন বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল গ্রামের কালা সতীনাথ বাড়ি থেকে উত্তম চন্দ্র বর্মন (৬৫) ও কাজল রানী বর্মন (৫০) নামের স্বামী স্ত্রীর লাশ উদ্ধার এর ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম মহোদয়।
ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় বলেন হত্যার ঘটনার মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন এর লক্ষ্যে তদন্তকারী কর্মকর্তাকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও নিহত দম্পত্তির আত্মীয় স্বজন ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন এবং হত্যাকাণ্ডের রহস্য দ্রুত সময়ে উদঘাটনের আশ্বাস প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জনাব পংকজ কুমার দে সহ জেলা পুলিশ, চাঁদপুরের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।