মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামে জনস্বার্থে জারীকৃত আদেশে সিএমপি এলাকায়
একসঙ্গে সিএমপি’র ৯কর্মকর্তা পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) গণের বদলি/পদায়ন এর আদেশ প্রদান করা হয়।
বদলিকৃত পুলিশ কর্মকর্তাদের পুনরায় সিএমপি এলাকায় সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় এর আদেশে নতুন কর্মস্থলে বদলি আদেশ প্রদান করা হয়।
আজ ৯সেপ্টম্বর অতিরিক্ত উপ পুলিশ কমিশনার
স্পীনা রানী প্রামাণিক (পাবলিক মিডিয়া)এ তথ্য নিশ্চিত করেছেন। মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স দামপাড়া,চট্টগ্রাম হতে অফিস আদেশ নং- ১৯৯/২০২৩ তারিখ-০৭-০৯-২০২৩ খ্রি. এ আদেশ প্রদান করা হয়।
বদলীকৃত ৯পুলিশ কর্মকর্তা হলেন, ও বর্তমান কর্মস্থল হল
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নিম্নবর্ণিত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) গণ’কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের না পার্শ্বে উল্লিখিত স্থানে বদলি/পদায়ন করা হলো।
বদলি কৃতরা হলেন, ইন্সপেক্টর (টিটি)/জনাব মোঃ তারিকুল আলম বিপি-৭০৯৪০৪২৯৫৪, টিআই (পাঁচলাইশ)
বদলিকৃত কর্মস্থল টিআই (সল্টগোলা) সিএমপি, চট্টগ্রাম।
ইন্সপেক্টর (টিটি)/জনাব সুভাষ চন্দ্র দে বিপি-৭৪৯৯০৯৮৭৯৯, টিআই (সল্টগোলা)
বদলিকৃত কর্মস্থল পিআই (ডবলমুরিং) সিএমপি, চট্টগ্রাম।
ইন্সপেক্টর(টিটি)/জনাব ছামিউর রহমান খান বিপি-৮২১০১৩৫৫২৪, টিআই (আউটার রিং রোড়)
বদলিকৃত কর্মস্থল পিআই (কোতোয়ালী) সিএমপি, চট্টগ্রাম।
ইন্সপেক্টর (টিটি)/জনাব বশিরুল ইসলাম বিপি-৭৭০৩০১০৭৫২, টিআই (মুরাদপুর)
বদলিকৃত কর্মস্থল টিআই (পাঁচলাইশ) সিএমপি, চট্টগ্রাম।
ইন্সপেক্টর (টিটি)/জনাব উত্তম কুমার দেবনাথ বিপি-৭৪০১০৪২৯৫৩, টিআই (প্রবর্তক)
বদলিকৃত কর্মস্থল টিআই (মুরাদপুর) সিএমপি, চট্টগ্রাম।
ইন্সপেক্টর (টিটি)/জনাব মোঃ কামরুজ্জামান রাজ বিপি-৭৫৯৯০১০৮০৭, পিআই (আকবরশাহ)
বদলিকৃত কর্মস্থল টিআই (মোহরা) সিএমপি, চট্টগ্রাম।
ইন্সপেক্টর (টিটি)/জনাব এম, ইস্রাফিল মজুমদার বিপি-৭৬০১০১০৮০২, পিআই (ডবলমুরিং)
বদলিকৃত কর্মস্থল টিআই (আউটার রিং রোড়) সিএমপি, চট্টগ্রাম।
ইন্সপেক্টর (টিটি)/জনাব মোঃ মাবিয়ান মিঞা বিপি-৬৯৯৪১১৯৭৭৫, পিআই (পাহাড়তলী)
বদলিকৃত কর্মস্থল টিআই (প্রবর্তক) সিএমপি, চট্টগ্রাম।
ইন্সপেক্টর (টিটি)/জনাব মোঃ আশিকুর রহমান বিপি-৮৩১০১২৮৫৪৯, পিআই (কোতোয়ালী)
বদলিকৃত কর্মস্থল ট্রাফিক কন্ট্রোলরুম, সদর দপ্তর সিএমপি, চট্টগ্রাম।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নিম্নবর্ণিত পুলিশ পরিদর্শক গণকে জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সকলকেই পুনরায় সিএমপি’তে বদলি/পদায়ন করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নিম্নবর্ণিত সহকারী পুলিশ কমিশনারগণ কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে উল্লিখিত স্থানে বদলি/পদায়ন করা হলো।
সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে প্রেরণ করা হলো। ১/অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ /ট্র্যাফিক/ ক্রাইম ও অপারেশন), সিএমপি,চট্টগ্রাম। ২/উপ-পুলিশ কমিশনার (সকল), সিএমপি,চট্টগ্রাম।৩/অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সকল), সিএমপি,চট্টগ্রাম। ৪/সহকারী পুলিশ কমিশনার (সকল) সিএমপি,চট্টগ্রাম।৫/অফিসার ইনচার্জ (সকল থানা),সিএমপি,চট্টগ্রাম।৬/পিআই/টিআই (সকল), সিএমপি,চট্টগ্রাম।৭/আরওআই/আরআই, সিএমপি,
চট্টগ্রাম। ৮/ওসি, পুলিশ কন্ট্রোল রুম, সিএমপি,
চট্টগ্রাম।৯/হিসাব রক্ষণ কর্মকর্তা, সিএমপি,চট্টগ্রাম।