নিউজ ডেস্ক:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘ঢাকা শহরে ব্যাপক উন্নয়ন হচ্ছে এর ফলসরূপ রাস্তা ,ভবন নির্মাণ হচ্ছে বেশি। কিন্তু পরিবশের ক্ষতি করে উন্নয়ন করা যাবে না। একারণে আমরা সিটি কর্পোরেশন থেকে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছি। দুই বছরে আমাদের লক্ষ্য দুই লাখ গাছ লাগানো ও পাশাপাশি শহরের পরিবেশ রক্ষায় প্রতিটি বাড়িতে অন্তত ২টি করে গাছ লাগানোর আহবানও করছি।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে পরিবেশ উন্নয়ন সংগঠন ওয়েস (WAYS) কর্তৃক আয়োজিত টেকসই নগর ও জনপদের জন্য সবুজায়ন শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।