রাউজানে বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম ফজলুল কবির চৌধুরীর ৫১তম মৃত্যু বার্ষিকী পালিত

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
বিশিষ্ট রাজনীতিবিদ, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৫১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে শনিবার ( ৯ সেপ্টেম্বর) সকালে মরহুমের নিজ বাড়ি রাউজান গহিরা বক্সআলী চৌধুরীর জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ মাহফিল, ফাতেহা শরীফের আয়োজন করা হয়।মিলাদ শেষে পরিবারের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মরহুমের ছেলে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, মরহুমের ছেলে ব্যবসায়ী এ বি এম ফজলে শহীদ চৌধুরী,নাতি এড. সানজিদ রশীদ চৌধুরী,ফারাজ করিম চৌধুরী। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব,রাউজান উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ সিকদার,পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ ও আওয়ামীলীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা।এছাড়াও উপজেলা প্রশাসন, থানা,পৌরসভা প্রশাসন, রাউজান প্রেসক্লাব, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সমাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (রাত ১২:০৮)
  • ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০