শাহরাস্তিতে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে ফুটবল টূর্নামেন্টের শুভ উদ্বোধন

চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্র কালীবাড়ি মাঠে শাহরাস্তি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের(১ম আসর) উদ্বোধনী ম্যাচের পর্দা উঠছে আজ।
উক্ত ম্যাচে উদ্বোধনী দল হিসেবে অংশগ্রহণ করে রহিমানগর ক্রীড়া সংঘ ও গন্তব্যপুর একাদশ। এ সময় খেলোয়াড়দের নৈপুণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন শত শত ক্রীড়াপ্রেমী দর্শক।
শাহরাস্তি স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা শাখাওয়াত হোসেন শাকিব জানান , মাদকদ্রব্য থেকে সমাজ এবং সমাজের মানুষদের দূরে রাখার জন্য এই টূর্নামেন্টটি আয়োজন করা হয়েছে।
তিনি আরো জানান, শাহরাস্তির প্রাণকেন্দ্র কালিবাড়ি,  এই কালিবাড়ীর ঐতিহ্যবাহী মাঠে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে,  আমি গত ৪/৫ বছর ধরে এই মাঠে খেলা পরিচালনা করে যাচ্ছি এই মাঠের ঐতিহ্য ধরে রাখার জন্য।
উদ্বোধনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং প্যানেল মেয়র মো মিজানুর রহমান মোল্লা, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াপ্রেমী নিয়ামুল করিম জসিম, পৌরসভা যুবলীগের আহ্বায়ক রেজায়ুল করিম বাবুল, ক্রীড়াপ্রেমী মো সৈয়দ মোল্লা, সরোয়ার মিয়াজী, আজগর মোল্লা, ফরিদ মোল্লা,আবুল খায়ের, তুষার মোল্লা সহ আরো অনেকেই

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (বিকাল ৪:০৯)
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০