চট্টগ্রাম পতেঙ্গায় ৪ হাজার লিটার চোরাই ডিজেলসহ  ৩ জন আটক

 

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন কাঠঘর এলাকা থেকে ৪ হাজার লিটার চোরাই ডিজেলসহ ৩ জনকে আটক করেছেন  র‌্যাব-৭ ।  যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

শনিবার (৯ সেপ্টেম্বর) ভোরে কাঠঘর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতরা হলো- মো. বাদশা (৩৭), মো. আবু হানিফ (৩৪) ও মো.আল-আমিন (৩৯)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার।বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ সেপ্টেম্বর) ভোরে কাঠঘর এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়। এসময় একটি ট্রাককে থামানোর সংকেত দিলে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিন জনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজতে থাকা ট্রাক থেকে অবৈধভাবে সংগ্রহকৃত ৪ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিভিন্ন জাহাজ, জ্বালানি বহনকারী লরি ইত্যাদি থেকে অকটেন ও ডিজেল সংগ্রহ করে পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সন্ধ্যা ৬:০২)
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০