জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা হয়েছে।
১০ সেপ্টেম্বর রবিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
আরও বক্তব্য দেন পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, ইউপি চেয়ারম্যান মাজাহারুল আনোয়ার মহব্বত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলী রোমান আরা, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন ও আরিফুর রহমান প্রমুখ।
সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক :
জাহাঙ্গীর হোসেন