জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
১১ সেপ্টেম্বর সোমবার দুপুরে নকলা থানা চত্বরে ওই হাউজ ডে অনুষ্ঠিত হয়।
নকলা থানা পুলিশ হাউজ ডে’র আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ইউপি চেয়ারম্যান মাজাহারুল আনোয়ার মহব্বত প্রমুখ।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন পুলিশের কাজ হল অপরাধ দমনে কাজ করা। মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা। আমরা অপরাধ দমনে কাজ করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছি। বাল্যবিয়ে বন্ধ করতে কাজ করছি। মাদক নিয়ন্ত্রনে কাজ করছি। জুয়া বন্ধে কাজ করছি। আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। তাহলে পুলিশের কাজে আরও গতিশীলতা আসবে।
অনুষ্ঠানে পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নের সর্বস্তরের জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বীট কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক :
জাহাঙ্গীর হোসেন
শেরপুর।