শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রেজার বোমা মেশিন দিয়ে মাটির গভীর তলদেশ থেকে পাথর ও বালু উত্তোলন করার সময় পাটগ্রাম থানার বিশেষ অভিযানে ৬টি বোমা মেশিন ধ্বংস করে থানা পুলিশ।
আজ সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ২টা থেকে ভোর ৫ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৬ টি অবৈধ বোমা মেশিন ধ্বংস করা হয়। এর আগে গতকাল পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম নেতৃত্ব ২টি মেশিন ধংস করা হয়।
জানা গেছে, রাত হলেই উপজেলার বুড়িমারী, শ্রীরামপুর, পাটগ্রাম ও জোংড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষি জমি, ধরলা, সানিয়াজান ও সিংগীমারী নদী জুড়ে বসানো হয় মেশিন আর মেশিন। ভূ-গর্ভস্থ থেকে লাখ লাখ টন পাথর ও বালু উত্তোলনে নদীগুলোর নাব্যতা এবং গতিপথ বিলীন হয়ে গেছে। বর্তমানে এসব নদী নালায় পরিণত হয়েছে। শত শত একর আবাদি জমি নষ্ট হয়ে গেছে। উপজেলার বিভিন্ন এলাকার সরকারি, আধা সরকারি ভবন, রেললাইন, বুড়িমারী স্থলবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান, সেতু চরম ঝুঁকিতে রয়েছে। পাথর ও বালু পরিবহনে নিযুক্ত ট্রলি ও ট্রাক চলাচলের কারণে উপজেলার আঞ্চলিক পাকা ও আধাপাকা সড়কসহ চলাচলের বিভিন্ন রাস্তা নষ্ট হয়ে শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে ও নদী থেকে অবৈধ বোমা মেশিন দিয়ে গভীর রাতে বালু ও পাথর উত্তোলন করার চেষ্টা করছে। জীববৈচিত্র্যের এই ক্ষতি ঠেকাতে পুলিশ প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।