নিউজ ডেস্ক:
গত ২৪ ঘন্টায় চাঁদপুর জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪১৫পিস ইয়াবা উদ্ধার পূর্বক ০৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা পুলিশ।
জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়ের দিক নির্দেশনায় হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন, মতলব দক্ষিণ থানা পুলিশ কর্তৃক ২০০ পিস ইয়াবাসহ ০১ (এক) জন, হাইমচর থানা পুলিশ কর্তৃক ১৫ পিস ইয়াবাসহ ০১ (এক) জনসহ মোট ০৪ (চার) জন আসামী গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মাদক নিয়ন্ত্রনে সংশ্লিষ্ট সকলের সহায়তায় জেলা পুলিশের ০৮ টি থানা এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রাখাসহ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ।