চাঁদপুর কল্যানপুর ইউ‌নিয়‌নে বি‌জি‌ডি কা‌র্ডের চাউল বিতরণ

নিজস্ব প্রতিবেদক ।। চাঁদপুর সদর উপজেলার ৩-নং কল্যাণপুর ইউনিয়নে গতকাল ( ১২ সেপ্টেম্বর)
সকাল ১০টায় ইউনিয়ন প‌রিষ‌দ কার্যাল‌য়ে ১০০ জন কার্ডধারীর মা‌ঝে জুন, জুলাই, আগষ্ট মা‌সের ৯০ কে‌জি ক‌রে ৩০০ বস্তা চাল বিতরন করা হয়।
এসময় উপ‌স্থিত ছি‌লেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈাকত, ৩-নং কল্যাণপুর ইউ‌নিয়‌নের চেয়ারম্যান শাখাওয়াত হো‌সেন র‌নি পাটওয়ারী, ইউনিয়ন সচিব মিজানুর রহমান সর্দার, টেক অফিসার, ২ নং ওয়ার্ড মেম্বার ইমাম ফরাজি, মেম্বার ছেলামত খান, মেম্বার মিজানুর রহমান তালুকদার, সেলিম বকাউল, মমিনুল ইসলাম বেপারী, খোরশেদ, মোঃ বাকিউল্যা তালুকদার, মহিলা মেম্বার রুমি বেগম, জোসনা বেগম, নাজমা বেগম।
ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডের বিজিডি কার্ডের বই দেখে পরিষদের দায়িত্বরতরা সঠিক ভাবে চাল বিতরণ করতে দেখা যায়। অতীতের চেয়ে চাউলের বস্তা ও ওজন সঠিক পেয়ে কার্ডধারী নারী পুরুষরা চেয়ারম্যান ও সরকারের প্রশংসা করেন।
চেয়ারম্যান আলহাজ্ব শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী ব‌লেন, সরকার দে‌শের হতদ‌রিদ্র মানু‌ষের ভাগ্য উন্নয়‌নে বি‌ভিন্ন প্রকল্পের মাধ্যমে জনগণের সুখ দুঃখের সাথী হয়ে কাজ করছেন।
বয়স্ক, বিধবা ভাতা মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা শিক্ষা ভাতা সহ আরো বহু প্রকল্পের মাধ্যমে জনগণের সেবা করে যাচ্ছেন।
সে সকল প্রক‌ল্পের ম‌ধ্যে বি‌জি‌ডি কা‌র্ডের চাল বিতরণ এক‌টি। অামা‌দের এ ইউ‌নিয়‌নে ১০০ জন কার্ডধারীর মা‌ঝে ৩ মা‌সের ৯০ কে‌জি ক‌রে ৩০০ বস্তা চাল অত্যন্ত সুশৃঙ্খলভা‌বে বিতরণ করা হয়।
কার্ড ধারীরা জানান, তিন মা‌সের ৯০ কে‌জি চাল একসা‌থে পে‌য়ে অামরা ভীষন খূু‌শি। বস্তা প্র‌তি ৩০কে‌জি হওয়ায় অামরা ঠিক ম‌তো পেয়েছি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (বিকাল ৫:৫৬)
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০