শিশু সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে শিশু সুরক্ষা নেটওয়ার্ক

আল ইব্রাহিম,শ্রীমঙ্গল,প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ের শিশু সুরক্ষা নিয়ে কাজ করা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান গুলোর সমন্বয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৩সেপ্টেম্বর) বিকালে ব্রেকিং দ্য সাইলেন্স’র শ্রীমঙ্গল প্রকল্প অফিসে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।এ সময় ব্রেকিং দ্য সাইলেন্স এর কোর সাপোর্ট মডেল প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জুমেনা শাহনাজের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কমর্কতা শাহেদা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সুয়েব হোসেন চৌধুরী সহ শিশু সুরক্ষা নেটওয়ার্কের অন্যান্য বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।
আলোচনায় উপজেলা মহিলা বিষয়ক কমর্কতা শাহেদা আক্তার বলেন,প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে বেত্রাঘাত বন্ধ হলেও শিক্ষার্থীরা অন্যান্য উপায়ে যাতে শারিরীক ও মানসিক নির্যাতনের শিকার না হয় সেদিকে খেয়াল রাখা খুবই জরুরী। নির্যাতনের কারণে শিশুদের লেখা-পড়ার প্রতি অনীহা সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়ে থাকে। এজন্য শিশু সুরক্ষা নেটওয়ার্কের সদস্যদের আয়োজনে শ্রীমঙ্গলের স্কুল ও মাদ্রাসাগুলোতে সচেতনতামূলক সভার আয়োজন করা দরকার।
এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সুয়েব হোসেন চৌধুরী শিশু সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির জন্য আয়োজিত সভাগুলোতে উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা করার আশ্বাস দেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মর্কতাকে অবগত করা এবং তাঁর সহযোগিতা গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হবে।
এছাড়াও উপস্থিত অন্যান্য সংস্থার প্রতিনিধিগণ তাদের আলোচনায় শিশুবিবাহ, শিশুশ্রম ও শিশুদের মাদকের সাথে জড়িত হবার বিষয়টি সকলের নজরে আনেন। অংশগ্রহনকারীরা আরও বলেন যে, একা কারও পক্ষে নির্যাতন প্রতিরোধ করা বা সমাধান সম্ভব নয় তাই সবাই মিলে এ বিষয়ে নিজ নিজ জায়গা থেকে সচেতনতা তৈরি করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন, ভাড়াউড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি নূর মোহাম্মদ, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফোরামের নির্বাহী পরিচালক পরিমল সিং বারাইক, কম্প্যাশন বাংলাদেশ এর সমাজকর্মী রায়মন বিশ্বাস, এমসিডার সহঃ প্রকল্প সমন্বয়কারী রিপন মৃধা, ব্রেকিং দ্য সাইলেন্সের শ্রীমঙ্গল প্রকল্প অফিসের অফিস-ইন-চার্জ মোঃ রুবাইয়াৎ ফেরদৌস এবং অন্যান্য কর্মীবৃন্দ। উল্লেখ্য যে, শ্রীমঙ্গল উপজেলায় শিশু সুরক্ষা বিষয়ক কাজে জড়িত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে এ বছরের জুন মাসে শিশু সুরক্ষা নেটওয়ার্কটি গঠিত হয়।

আল ইব্রাহিম
শ্রীমঙ্গল,মৌলভীবাজার
মোবাইল:০১৬১৭৫০২২৩০

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (বিকাল ৫:০৩)
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০