নদী দখল ও দূষণমুক্ত করার দাবিতে গ্রীন ভয়েস’র মানববন্ধন

শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রীন ভয়েস (পরিবেশবাদী যুব সংগঠন) হাতীবান্ধা উপজেলা শাখার আয়োজনে নদী দখল ও দূষণমুক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মেডিকেল মোড় এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েস হাতীবান্ধা উপজেলা শাখার উপদেষ্টা আজিজুল বারী, গ্রীন ভয়েস লালমনিরহাট জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম সোহেল, গ্রীন ভয়েস হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি মাজহারুল রিফাত, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম জীবন সহ গ্রীন ভয়েস হাতীবান্ধা উপজেলা শাখার সবুজ যোদ্ধাগণ।

এসময় বক্তারা বলেন, তিস্তা সানিয়াজান সহ দেশের সকল নদী গুলো অবৈধভাবে দখল করে মাটি দিয়ে ভরাট করে অবৈধ স্থাপনা এবং কল কারখানা তৈরি করা হচ্ছে। এজন্য নদীগুলো তাদের স্বাভাবিক যে গতিপথ সেটি হারিয়ে ফেলছে। অবৈধভাবে দখলের ফলে নদী গুলো দিন দিন সরু হয়ে যাচ্ছে। যার কারণে বর্ষায় সামান্য পানি বহনের ক্ষমতা না থাকায় নদী গুলোর দু’কূল ছাপিয়ে বন্যা ও ভাঙন শুরু হয়।
আবার কলকারখানাগুলোর বিষাক্ত বজ্র নদীতে ফেলার কারণে নদীর পানি দূষিত হয়ে নদীতে বসবাসরত জলজ প্রাণীর অস্তিত্ব হারিয়ে যাচ্ছে।

এসময় বক্তারা আরও বলেন, আজকের এই মানববন্ধন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি নদীর স্বাভাবিক গতিপথ ফিরিয়ে দেওয়ার জন্য, জলজ প্রাণির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তিস্তা সানিয়াজান সহ দেশের সকল নদীগুলো দখল ও দূষণমুক্ত করতে হবে। আর সেই সাথে তিস্তা মহা পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ১১:৩১)
  • ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১