চিলমারীতে নৌ-বন্দরে উদ্বোধনের অপেক্ষায় “কুঞ্জলতা” ফেরি

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে অবশেষে দীর্ঘ অপেক্ষার পর, চিলমারী নদী বন্দরে চিলমারী-রৌমারী নৌ-পথে চলাচলের জন্য “কুঞ্জলতা” নামের একটি ফেরি সংযুক্ত করা হয়েছে। আরিচা ঘাট থেকে আসা “কুঞ্জলতা” নামের ফেরিটি গত শুক্রবার সন্ধ্যা ৬টায় দিকে চিলমারী নদী বন্দরে এসে নোঙ্গর করেছেন। চিলমারী নদী বন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর উপ-পরিচালক (সিরাজগঞ্জ) মোঃ মাহফুজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ মাসের (২০ সেপ্টেম্বর) ফেরি সার্ভিস চালু করা হবে। এ দিকে চিলমারী নদী বন্দর থেকে, রৌমারী নদী পথে ফেরি চালুর অপেক্ষার প্রহর গুনছেন লাখো লাখো মানুষ। ফেরিটি চালু করা হলে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর, উপজেলা জেলা শহরের সঙ্গে খুব তারাতাড়ি যোগাযোগের আওতায় আসছে। ফেরিটি শুক্রবার সন্ধ্যায় চিলমারী নদী বন্দরে এসে পৌঁছানোর পর ফেরিটি দেখতে হাজার হাজার মানুষের ভিড় পড়েছে। বিআইডব্লিউটি এর তথ্যমতে, চিলমারী-রৌমারী নৌপথের দৈর্ঘ ২১ কিলোমিটার। তবে ড্রেজিংয়ের মাধ্যমে এই পথের দৈর্ঘ্য ১৩ থেকে ১৪ কিলোমিটারে নামিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে। নাব্যতা সংকট কাটিয়ে ফেরি সার্ভিস চালু রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। ফেরি সার্ভিস চালু হলে চিলমারী-রৌমারী-রাজীবপুর নয়, কুড়িগ্রামের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থা ও অনেক টা সহজ হবে বলে আশা করা যায়। যাতায়াত খরচ ও কিছুটা কমে যাবে। তাছাড়া এ অঞ্চলের মানুষের ব্যবসায়িক চাহিদা ও অনেক গুনে বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। বিআইডব্লিউটি এর উপ-পরিচালক (সিরাজগঞ্জ) মোঃ মাহফুজার রহমান বলেন, চিলমারী ও রৌমারী ঘাটের প্রস্তুতি শেষে “কুঞ্জলতা” নামের একটি ফেরি চিলমারী নদী বন্দরে সংযুক্ত করা হয়েছে। এ মাসের ২০ তারিখে দুপুরে আনুষ্ঠানিক ভাবে ফেরি সার্ভিস টি চালু করা হবে। তিনি আরও বলেন, এ দিন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোঃ জাকির হোসেন এমপিসহ আর ও অনেকে উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (রাত ১২:২৮)
  • ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০