রামপালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ৯০০(নয়শত) গ্রাম গাঁজাসহ মোঃ মাহমুদ হাসান(২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১.৩০ টার দিকে উপজেলার গিলাতলা বাজারস্থ গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পিছন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ মাহমুদ হাসান মোংলা উপজেলার আন্ধারিয়া গ্রামের মোঃ তরিকুল ইসলামের পুত্র।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান যে, মাদকের একটি চালান নিয়ে গিলাতলা বাজারে অবস্থান করছে এক মাদক ব্যবসায়ী এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় গিলাতলা বাজারের নৈশ প্রহরী, বাজার কমিটি ও গ্রাম পুলিশের সহযোগিতায় ৯শত গ্রাম গাঁজাসহ মোঃ মাহমুদ হাসানকে গ্রেফতার করা হয়েছে। মোঃ মাহমুদ হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (রাত ৪:৫১)
  • ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১