ভিক্ষুকের জাতিকে প্রধানমন্ত্রী উন্নত করেছেন: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক:
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, মাদকের অভিশাপ থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে সমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ করতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীকে দোষারোপ করলে হবে না। এ ব্যর্থতার দায় আমাদেরকেও নিতে হবে।

শনিবার টাঙ্গাইলের সখীপুরে সৃষ্টি সংঘ মাঠে শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ দেশ ছিল ভিক্ষুকের দেশ, ক্ষুধার দেশ ও দুর্ভিক্ষের দেশ। ভিক্ষার ঝুলি নিয়ে আমরা সারা পৃথিবীতে ঘুরে বেড়াতাম। আমাদের কোনো সম্মান ছিল না। বঙ্গবন্ধু বলতেন, ভিক্ষুকের কোনো সম্মান নেই। সেই ভিক্ষুকের জাতিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক উন্নত জাতিতে রূপান্তর করেছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (সকাল ৯:০৮)
  • ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০