নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও চাঁদপুর জেলা আওয়ামিলীগ এর নেতৃবৃন্দের সাথে চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
আজ ১৮ই সেপ্টেম্বর বিকালে চাঁদপুর জেলা আওয়ামিলীগ এর কার্যালয় চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের
সাথে সুজিত রায় নন্দী ও চাঁদপুর জেলা আওয়ামিলীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটোয়ারী সাথে ফুলেল শুভেচছা বিনিময় করেন।
মুহুর্তেই পাশে থাকার অঙ্গীকার”‘ এই স্লোগানকে ধারণ করে ২০১৭ সালে চাঁদপুরে একঝাঁক অনলাইন গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল জেলা অনলাইন প্রেসক্লাব।
প্রতিষ্ঠানটি অতি সুনামের সহিত চাঁদপুর জেলা শহরসহ জেলার প্রতিটি উপজেলায় ব্যাপক সুনাম কুড়িয়েছে। সেই সাথে সৃষ্টি হয়েছে প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা অনলাইন প্রেসক্লাব, যার হেড কোয়ার্টার চাঁদপুর জেলা অনলাইন প্রেসক্লাব।
চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান,এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ এরশাদ খান,সহ সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা মহিলা আওয়ামিলীগ সভাপতি এডঃ নাজমুন নাহার ওনি, প্রতিষ্ঠাতা যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল করিম সুমন,
সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন রানা,এস আর শাহ আলম,যুগ্ন সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, দপ্তর সম্পাদক শুভ কর্মকার, প্রচার সম্পাদক নবীন ভূইয়া, সমাজ কল্যান সম্পাদক শিবু চন্দ্র দাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুম হোসেন শিপন,নির্বাহী সদস্য এস এম পারভেজ।