স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর সাথে চাঁদপুর জেলা মৎস্যজীবী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর সোমবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
এসময় তিনি বলেন, আপনারা (মৎস্যজীবীরা) আইনের মধ্যে থাকলে, বিভিন্ন নীতিমালা আছে সেই নীতিমালার মধ্যে থাকলে আপনাদের হয়রানি করার ক্ষমতা কারো নেই। ঝটকা যেখানে নিধন করা হয় সেখানে আপনাদের প্রতিবাদ করতে হবে, যারা নিধন করে তাদেরকে ধরিয়ে দিতে হবে। মা ইলিশ রক্ষায় সহযোগিতা করতে হবে। কারণ একটা দুষ্কৃতিকারী জেলের জন্য একটা ভালো জেলে ভুক্তভোগী হবে এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু থাকতে পারে না।
ইলিশ আমাদের জাতীয় সম্পদ, চাঁদপুর হচ্ছে ইলিশের বাড়ি, পদ্মায় মেঘনার অভয়াশ্রমে ইলিশ ডিম পাড়ে। কিন্তু এখন এখানে পরিবেশের বিপর্যয় হওয়াতে ইলিশ কম পাওয়া যাচ্ছে। তারপরেও আমাদের এই ইলিশ রক্ষা করতে হবে কারণ এই ইলিশের জন্য সারা পৃথিবী এখন চাঁদপুর কে চিনে। যারা দুষ্কৃতিকারী, আইন অমান্যকারী, অর্থলোভী তাদের কাউকে কোনরকম প্রশ্রয় দিবেন না। কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ দেশটিকে অনেক কষ্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাকে সহযোগিতা করা আমাদের সকলের কর্তব্য।
চাঁদপুর জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আঃ মালেক দেওয়ানের স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে এবং
সাধারণ সম্পাদক আব্দুল মানিক দেওয়ানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটোয়ারী, সহ-সভাপতি আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম জহির, জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি ওমর আলী প্রধানীয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরকার।
বক্তারা বলেন, আমরা চাঁদপুর জেলার মৎস্যজীবী, নদীর পানি কমে যাওয়ায়, বাহিরের জেলেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছি। আমরা মৎস্যজীবী লীগ করি। যার কারণে আমরা বেআইনী কাজ করতে পারি না। কারণ আওয়ামী লীগ আমাদের সেই শিক্ষা দেয়নাই। আমরা মাছ ধরে অন্য যোগাড় করি, কিন্তু বর্তমানে নদীতে মাছ নেই। মাছ না থাকায় আমরা অনেকেই এখন কষ্টের মধ্যে দিনযাপন করতে হচ্ছে, এমনকি এক জেলে ৩ লক্ষ্য টাকার নৌকা মাত্র ১৫ হাজার টাকায় বিক্রি করে দিনাতিপাত করছে। আমরা আর এমন দিন চাইনা। আমাদের বাঁচতে দিন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ সহ আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পৌর মৎস্যজীবি লীগের সভাপতি আনোয়ার হোসেন গাজী।