চাঁদপুরে ফেন্সিডিলসহ নারী গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর শহরে ১২ পিস ফেন্সিডিলসহ রুবি বেগম (২৬) নামের মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামী মোঃ মাসুদ খলিফা পালিয়ে যায়।

১৯ সেপ্টেম্বর দুপুরে গ্রেফতারকৃতকে নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। সোমবার রাতে পৌর ১৩ নং ওয়ার্ডের পাকা মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুবি বেগম শাহরাস্তি উপজেলার মোঃ শাহজাহানের স্ত্রী। পলাতক আসামী মোঃ মাসুদ খলিফা ফরিদগঞ্জ উপজেলার আঃ মালেকের ছেলে। তারা শহরের পৌর ১৩ নং ওয়ার্ডের পাকা মসজিদ এলাকায় বসবাস করছিল।

জানা যায়, শহরের পৌর ১৩ নং ওয়ার্ডের পাকা মসজিদ সংলগ্ন মমিন গাজীর টিনশেড ঘরের দক্ষিণ পাশে রুমে মাদক ব্যবসায়ীরা অবৈধ মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলমের নির্দেশে এসআই মোঃ শাহজাহান, এএসআই মোঃ হেলাল উদ্দিন ও এএসআই মোঃ শহিদুল্লাহসহ সংঙ্গীয় সদস্যরা অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামী মোঃ মাসুদ খলিফা পালিয়ে যায়। তবে রুবি বেগম কে ১২ পিস ফেন্সিডিলসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, গ্রেফতারকৃতকে নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (রাত ১২:২১)
  • ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০