হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ শুধু বাংলাদেশের উপর পশ্চিমাদের চাপ নয়, বাংলাদেশের ও চাপ আছে পশ্চিমাদেশের উপর। আমরা স্বাধীন হয়েছি অনেক যুদ্ধ করে, আলোচনার টেবিলে স্বাধীন হই নাই। এই দেশ অন্য দেশের কোন কথায় চলবে না, এই দেশ জনগণের কথায় এবং সংবিধানের নিয়ম মেনেই চলবে। নৌ পরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌ রুটে ফেরিঘাট ও ফেরি সার্ভিস উদ্বোধনের সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের আয়োজনে আজ (বুধবার) দুপুরে চিলমারী নৌ-বন্দর এলাকায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন, নৌ পরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, অতিরিক্ত সচিব বিআইডব্লিউটিসির এসএম ফেরদৌস আলম, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, জেলা প্রশাসক সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহীন, চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য যে, কুড়িগ্রামের রাজিবপুর, রৌমারী, রমনা এবং নয়ারহাট অঞ্চলের মানুষের যোগাযোগ সুবিধার জন্য ফেরি ঘাট ও উত্তরাঞ্চলের সাথে ঢাকা থেকে অনান্য নদী এবং সমুদ্র বন্দরের যোগাযোগ বৃদ্ধি ও আমাদানি রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে রমনা এলাকায় একটি পূর্ণাঙ্গ নদী বন্দর স্থাপন করা হয়। এ জন্য ২০২১ সালে একনেক সভায় দুই শত পয়ত্রিশ কোটি উনষাট লাখ টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। এ ছাড়াও ভৌত অবকাঠামো বিভাগ কর্তৃক প্রকল্প সংযোজনের জন্য ২০২৫ সাল পর্যন্ত বৃদ্ধি করে তা তিনশত ছত্রিশ কোটি তিন লাখ টাকার বরাদ্দ অনুমোদনের অপেক্ষা রয়েছেন। বর্তমান অর্থ-বছরে ভূমি উন্নয়ন, আরসিসি, জেটি, নদীর তীর সংরক্ষণ, টার্মিনাল ভবন ও পরিদর্শন বাংলো নির্মাণের কাজ শুরু করার লক্ষ্যে চল্লিশ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। চিলমারী নদী বন্দরকে আগামী ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ একটি নদী বন্দর চালু করতে মাষ্টার প্লানের কাজ সম্পন্ন হয়েছে। এ দিকে ফেরি ঘাট চালু করায় চিলমারী বাসীর মাঝে আনন্দের ঢেউ বইছে। স্থানীয় অনেকে বলেন, এখন আমরা আমাদের সকল প্রকার জিনিস ভালো দামে ও ঢাকা সহ সব জায়গায় নিয়ে বিক্রি করতে পারব।
প্রচ্ছদ » জাতীয়,লীড নিউজ,সারাদেশ » আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি আলোচনার টেবিলে নয়-খালিদ মাহমুদ চৌধূরী
আপডেট টাইম : বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩, ১১৪ বার পঠিত
দয়া করে নিউজটি শেয়ার করুন
এই ক্যাটাগরীর আরো খবর
আজকের দিন-তারিখ
- মঙ্গলবার (ভোর ৫:৩৪)
- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
- ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
- ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)