ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মোত্তালেব মন্ডল এর মরদেহ রাষ্টীয় মর্যাদায় দাফন

মেহেদী হাসান ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোত্তালেব মন্ডল এর মরদেহ রাষ্টীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় এলুয়াড়ী ইউনিয়নের সোলাকুড়ি গ্রামে জানাযা নামাজ শেষে তার দাফন সম্পন্ন করা হয়।
মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) রাত ১০টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দুই ছেলে এবং দুই মেয়ে সহ অসংখ্য গুনগৃহি রেখে গেছেন।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,উপজেলা নির্বাহী মীর মো: আল্ কামাহ তমাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান,সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছারউদ্দিন,এলুয়াড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম প্রমুখ।
জানাজা শেষে পারিবারিক কবরস্থান এলুয়াড়ি সোলাকুড়ি গ্রামে সাড়ে দুপুর সাড়ে ১২টায় তার দাফনকার্য সম্পন্ন করা হয়।

প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল: ০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (ভোর ৫:৫৫)
  • ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১