রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন পরিচালনা পরিষদের সভাপতি ও রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, শিক্ষার মানোন্নয়নে পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদানে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।শিক্ষার্থীরা লেখাপড়ায় ফাঁকি দিচ্ছে কিনা সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কিছুদিন পরপর শিক্ষার্থীদের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট অভিভাবকদের খোজ নিতে হবে। তিনি গতকাল রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিদ্যায়তনের প্রধান শিক্ষক বিষু চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যায়তনের সিনিয়র শিক্ষক পিযুষ কান্তি পালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক ও বিদ্যায়তনের দাতা সদস্য মোবারক আলী, পরিচালনা কমিটির সদস্য কনকন চৌধুরী, অভিভাবক সদস্য ডা. শিবু শীল, ওবাইদুল হক, মিঠু চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ আসিফ। বক্তব্য রাখেন বিদ্যায়তনের সহকারি প্রবাসী শিক্ষক প্রণব কুমার শীল, সিনিয়র শিক্ষিকা কৃষ্ণা চক্রবর্ত্তী, কৃষ্ণ পদপাল, সোমা মজুমদার, মাওলানা আনছারুল আলম, সুজন বড়ুয়া, অরুন কুমার বৈদ্য, লাভলী বড়ুয়া, রূপা ঘোষ ।
আপডেট টাইম : বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩, ১৪২ বার পঠিত