নিজস্ব প্রতিবেদক:
৫০ তম জাতীয় গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতায় ২০২৩ এর ফুটবল প্রতিযোগিতায় উপ – আঞ্চলিক পর্যায়ে বাবুরহাট উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল দল চ্যাম্পিয়ন হয়। বুধবার কুমিল্লা জিলা স্কুলে মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চাঁদপুর জেলার প্রতিনিধিত্ব করে বাবুরহাট উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল দল। ফাইনাল খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর বালিকা দলকে ট্রাইবেকারে ৬-৭ গোলে পরাজিত করে বাবুরহাট উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল দল। এদিনই ফাইনাল খেলার পূর্বে কোয়ার্টার ফাইনালে লক্ষ্মীপুর জেলার দীঘলী উচ্চ বিদ্যালয় এর বালিকা ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে বাবুরহাট উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল দল। দলের সকল সদস্য বিশেষ করে গোলকিপার উম্মে হানি নিপার দুর্দান্ত পারফরমেন্সে এ জয় পেয়েছে বলে কোচ অজয়কুমার চন্দ ও টিম ম্যানেজার মোঃ হাবিবুর রহমান জানান।
এর আগে উপজেলা ও জেলায় চ্যাম্পিয়ন হয়ে, উপ আঞ্চলিক পর্যায়ে কোয়ার্টার ফাইনাল খেলায় উন্নিত হয়।
এদিকে বাবুরহাট উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল দলের এ জয়ে অভিনন্দন জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উক্ত স্কুল এর সভাপতি জনাব নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মোশারেফ হোসেন স্যার।