নোয়াপাড়া পথের হাটে খাস জমি দখল করে নির্মান করা হচ্ছে বাণিজ্যিক ভবন

রাউজান প্রতিনিধি:
রাউজানের ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের পথের হাটে মাছ বাজারের পাশে সরকারী খাস জমি দখল করে গভীর ভাবে মাটি খনন করে এলাকার প্রভাবশালী ব্যক্তি নাজিম উদ্দিন নির্মান করছে বাণিজ্যিক ভবন। জানা গেছে, নোয়াপাড়া পথের হাট এলাকার বাসিন্দা পরিচয় দিয়ে রমজান আলী পিতা মৃত বাদশা মিয়া ও রমজান আলীর স্ত্রী আলতাজ খাতুন ৩৩ শতক সরকারী খাস জমি স্থায়ী বন্দবস্তি নেয়। বন্দবস্তি মামলা নং ১৩/ ২০১৪-২০১৫। ওই খাস জমিতে নোয়াপাড়া এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন গভীরভাবে মাটি খনন করে বহুতল বাণিজ্যিক ভবন নির্মান কাজ করছে। সরকারী খাস জমিতে ভবন নির্মানের সংবাদ পেয়ে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভবন নির্মান কাজ বন্ধ করে দেয় । ভবন নির্মানকারী নাজিম উদ্দিনকে ফোন করে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন সরকারী খাস জমিতে বহুতল বিশিষ্ট নির্মান কাজ করছিনা। যে জমিতে ভবন নির্মানের কাজ করছি ঐ জমি গত ২০০৭ সালে আমি ক্রয় করেছি আমার মায়ের নামে । আমার ক্রয় করা মালিকানাধীন জমিতে আমি ভবন নির্মান কাজ করছি। এ ব্যাপারে রাউজান নোয়াপাড়া ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তা বলেন, নাজিম উদ্দিন যে জমিতে বহুতল বিশিষ্ট ভবনের কাজ করছে ঐ জমি সরকারী খাস জমি। সরকারী খাস জমি নোয়াপাড়া এলাকার রমজান আলী ও তার স্ত্রী আলতাজ খাতুনের নামে স্থায়ী বন্দবস্তি দেওয়া হয় । বন্দবস্তি মামলা নং- ১৩/২০১৪-২০১৫। রমজান আলী তার স্ত্রী আলতাজ খাতুনের বাড়ী নোয়াপাড়া লেখা থাকলে ও রমজান আলী তার স্ত্রী আলতাজ খাতুনের কোন হদিস মিলছেনা নোয়াপাড়া এলাকায় । এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, সরকারী খাস জমিতে অবৈধভাবে গভীরভাবে মাটি খনন করে ভবন নির্মানের সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। ভবন নির্মানকারী নাজিম উদ্দিন নির্দেশ দেওয়া হয়েছে তার জমির মালিকানা কোন কাগজপত্র থাকলে নিয়ে আসার জন্য। তিনি কোন কাগজপত্র নিয়ে আসেনি। এ ব্যাপারে আইনগতঃ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয় চলছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (বিকাল ৫:৪৩)
  • ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০