মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া থানাধীন রেজুখাল এলাকা থেকে অপহরণ ও মানবপাচার মামলার এজাহারনামীয় দুইজন আসামীকে র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।
২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় র্যাব-১৫, সদর কোম্পানী একটি চৌকস আভিযানিক দল অভিযানে এজাহারনামীয় ২নং আসামী সমশু (৩৫),কে আটক করে।
আটককৃতর পিতা-মৃত সালেহ আহাম্মদ, সাং-হাজম পাড়া এবং এজাহারনামীয় ৩নং আসামী শফিআরা (৩০),স্বামী-জকির আহমদ, সাং-কচ্ছপিয়া, উভয় থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’ এর বাসিন্দা।
র্যাব-১৫, অপরাধ দমনের ধারাবাহিকতায় টেকনাফ থানার মামলা নং ৪/৫৫৮, তাং ০৩/০৭/২০২৩,এর এজাহারনামীয় আসামীদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ গোয়েন্দা নজরদারী ও তৎপরতা অব্যাহত রাখে। একপর্যায়ে র্যাব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার এজাহারনামীয় ২ ও ৩নং আসামী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রেজুখাল এলাকায় আত্মগোপনে অবস্থানকালে আটক করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয় সংশ্লিষ্ট মামলার এজাহারনামীয় পলাতক আসামী বলে স্বীকার করে। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল।
গ্রেফতারকৃত আসামীদ্বয় সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তথ্য নিশ্চিত করেছেন,মোঃ আবু সালাম চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার,সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)।