রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি::
রাউজানের ঐতিহাসিক হলদিয়া-ডাবুয়ার ২৩ তম জশনে জুলুস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।গতকাল (২৩ সেপ্টেম্বর) শনিবার আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে আয়োজিত জুলুস সকাল ৮টায় উত্তরসর্তা দরগাহ বাজার থেকে শুরু করে দোস্ত মোহাম্মদ সড়ক, আমিরহাট বাজার,জগন্নাথহাট বাজার প্রদক্ষিণ শেষে হযরত এয়াছিনশাহ কলেজ ময়দানে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।জুলুসের নেতৃত্ব দেন গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিফাল পীরে ত্বরিকত আলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহছান হাবিব(মা.জি.আ)। মিলাদ কিয়াম ও যিকির পরিবেশন করেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন।জুলুসে অংশ গ্রহনকারী আশেকে রাসুল গনের নারায়ে তাকবির আল্লাহু আকবর,নারায়ে রেছালত এয়া রাসুলুল্লাহ(স.),সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী(স.),নাতে রাসুল,দরুদ শরিফের ধ্বনীতে সমগ্র এলাকা মুখরিত হয়ে উঠে। বাস্তবায়ন কমিটির মহাসচিব আলহাজ্ব মোঃ মাহবুবুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা সাইফুল ইসলাম নেজামী।আরো বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির যুগ্ন আহবায়ক এস এম বাবর,প্রিন্সিফাল আল্লামা কারী আবু তৈয়ব হামিদী, আল্লামা কাজী সাইদুল আলম খাকী,কলেজ অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মান্নান,আল্লামা ইদ্রিছ আনসারী, আলহাজ্ব মোঃ সাহালম,আলহাজ্ব মোঃ ইসমাইল সওদাগর, জিয়াউল হক চৌধুরী সুমন,সৈয়্যদ মুহাম্মদ আলী আকবর তৈয়্যবি,মাওলানা নুরুল আবছার রযভী, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী,মাওলানা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যবুর রহমান,মাওলানা নুরুল ইসলাম রজভী,মাওলানা শামসুল আলম নঈমি,মাওলানা জাফর আলম নুরী,মাওলানা আবুল বশর মাইজভান্ডারী,মাওলানা তসলিম উদ্দিন ভান্ডারী, মাওলানা বাহাউদ্দিন মোহাম্মদ ওমর,মাওলানা আহমদ হোসেন রেজভী,মাওলানা নেজাম উদ্দিন তৈয়বি,মাওলানা সালামত রেজা কাদেরী।উপস্থিত ছিলেন জালাল আহমেদ,আল্লামা ইয়াছিন হোসাইন হায়দরী,মাওলানা রফিকুল ইসলাম রেজভী,প্রধান শিক্ষক মুহাম্মদ নাসির উদ্দিন,অধ্যাপক মুঃ ফারুক,মাস্টার মোঃ ফরিদ মিয়া,যুবলীগ নেতা মুহাম্মদ মনসুর,হাসান মোরাদ রাজু,মোঃ নাসির উদ্দিন ইলিয়াছ,শিক্ষক হাফেজ মাওলানা নুর মোহাম্মদ মজিদী,মোঃ ফোরখান চৌধুরী,শাহাবু সওদাগর,মুহাম্মদ আলী মেম্বার,মোঃ জাহাঙ্গীর আলম সিকদার,মাওলানা আবছার,মাওলানা দিদারুল আলম কাদেরী,মাওলানা আয়ুব আলী আনসারী, সৈয়্যদ মাওলানা লুৎফুর রহমান,সৈয়্যদ মাওলানা গিয়াস উদ্দিন,মাস্টার মোঃ জামাল উদ্দিন,মোঃ নুরুল হায়দার,মাওলানা কাজী কুতব উদ্দিন রেজভী,পার মাওলানা মোরসেদ রেজা কাদেরী,শায়ের আবু তালেব রযভী,মোঃ মাসুদ পারভেজ ,সৈয়্যদ মোঃ বদরুদ্দোজা,মোঃ মমতাজ উদ্দিন,মোঃ ওসমান,নাজিম উদ্দিন মাইজভান্ডারী, মাওলানা মুসা আকবর,মাওলানা এয়ার মোহাম্মদ,হাফেজ আবদু রহমান,মোঃ ফরমান চৌঃ, মাওলানা আবদুল মাবুদ, মাওলানা জিলহাজ উদ্দিন, মাওলানা কুতব উদ্দিন, মাওলানা মিনহাজ্জ,মাওলানা জোনায়েদ কাদেরী,মাওলানা তাজ মোঃ রেজভী,মোঃ জাবেদ,মাওলানা রাসেদ রেজা,মাওলানা নঈমুল হক,মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা ইকবাল হোসেন,শায়ের হাফেজ মিনহাজ
প্রমুখ।মিলাদ কিয়াম শেষে আখেরী মোনাজাত ও তাবরুক বিতরণ করা হয়।
আপডেট টাইম : শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩, ১২০ বার পঠিত
