শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগনের মাঝে অবহিত করতে হবে – মোহাম্মদ হোসাইন

নিউজ ডেস্ক:
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে হাজীগঞ্জ উপজেলা ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর বাজার সংলগ্ন মাঠে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগনের মাঝে অবহিত করন মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইঞ্জি. মোহাম্মদ হোসাইন।

মতবিনিময় সভায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম মাহফুজুর রহমান মুন্না, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতন ভূইয়া, সাধারণ সম্পাদক দুলাল মিজী, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন তালুকদার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি কাউচার হামিদ মুন্সী, উপজেলা ছাত্রলীগে সাবেক সদস্য জুবায়ের গাজী সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতারা।

কালচোঁ উত্তর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড মেম্বার ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. জয়নাল আবেদীন মুক্তার।

এছাড়াও ইঞ্জি. মোহাম্মদ হোসাইন দুপুর ২ টায় শাহরাস্তি উপজেলা সূচিপাড়া বড়ুয়া পাটওয়ারী বাড়ির একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বিকাল ৪ টায় হাজীগঞ্জ উপজেলা ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মরহুম আলহাজ্ব আবদুল হাদীর নিজ বাড়িতে গিয়ে ওনার করব জিয়ারত ও স্বজনদের সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (রাত ৪:৪৭)
  • ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১