রাউজানে দিন দুপুরে দুবাই প্রবাসীর ঘরে চুরি- ১০ ভরি স্বর্ণ সহ ১৫ লাখ টাকার মালামাল লুট

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে দিন দুপুরে দুবাই প্রবাসীর আজম খানের ঘরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল ২৪ সেপ্টেম্বর উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম ডাবুয়া হাদা গাজী তালুকদার বাড়িতে এই ঘটনা ঘটে। প্রবাসীর স্ত্রী কলি আকতার জানান, ঘরে তার ছেলে সন্তান ৬ষ্ট শ্রেনীর ছাত্র আলভীকে রেখে পরিবারের সদস্য নিয়ে ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় তার অসুস্থ পিতাকে দেখতে যায়। ঘরে রেখে যাওয়া পুত্র বিকালে ঘরের সামনের লোহার গ্রীলে তালা লাগিয়ে ঘরের বাইরে খেলাধুলা করতে যায়। ঐ সময়ে সংঘবদ্ধ চোরের দল পাকা ভবনের পেছনের টিনের ঘেরা ও ভেঙ্গে পাকা ভবনের গ্রীলে তালা লাগানো লোহার কব্জা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘরের আলমিরা ভেঙ্গে আলমিরাতে রক্ষিত ১০ ভরি ওজনের স্বর্ণলংকার ২লাখ টাকা সহ ১৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। সংঘবদ্ধ চোরের দলের সদস্যরা চুরি করে গনির ঘাট সড়কে রাখা চট্টগ্রাম-ল ১৪-৮৩৫৮ নম্বরের মোটর সাইকেল নিয়ে চলে যাওয়ার সময়ে এলাকার লোকজনের সন্দেহ হওয়ায় মোটর সাইকেল নম্বরটি লিখে রাখেন বলে প্রবাসীর স্ত্রী কলি আকতার জানান। ঘটনার বিষয়ে স্থানীয় মেম্বার জাহাঙ্গীর আলমকে জানিয়ে রাউজান থানায় উপস্থিত হয়ে গত ২৪ সেপ্টেম্বর রবিবার দিবাগত রাত ৯ টার সময়ে চুরি ঘটনার বিষয়ে কলি আকতারের ভাই মোঃ ইউছুপ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে অভিযোগ করেন । গতকাল ২৫ সেপ্টেম্বর সোমবার সকালে চিকদাইর পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই আবদুল মোতালেব পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরির্দশন করেন। এব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, চুরির ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের খুজে বের করতে চিকদাইর পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই আবদুল মোতালেবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (সকাল ৬:০৩)
  • ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১