চিলমারীতে মোমবাতি জ্বালিয়ে পরিক্ষা

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে নেয়া হয় সেন্টার ফি, নেয়া হয় ফরম পূরণের ফি, সাথে প্রবেশ পত্র দেয়ার নামেও শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হয় অর্থ। সকল ফির সাথে অতিরিক্ত অর্থ আদায় এরপরে ও মোমবাতি হাতে পরীক্ষার হলে যেতে হয় পরীক্ষার্থীদের। নেই কোন উপযুক্ত পরিবেশ দিনের পর দিন চিলমারীর শিক্ষা ব্যবস্থার অবনতি হওয়ায় ক্ষোভ বাড়ছে অভিভাবক মাঝে, শিক্ষার্থীসহ বিভিন্ন মহলের। সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে। জানা গেছে, সারা দেশের ন্যায় চিলমারীতে ও ডিগ্রী ও এইসএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার আগে ফরম পূরণে অতিরিক্ত টাকা এরপর প্রবেশ পত্রের মূল্য নেয়া হয় ৩ থেকে ৫ শত টাকা। নানা অজুহাতে শিক্ষার্থীদের করা হয় হয়রানী সাথে আদায় করা হয় অতিরিক্ত টাকা ও। সকল কিছু মেনে নিয়ে পরীক্ষার হলে এসেও পড়ছে বিপাকে। বিপাকে পড়েছে চিলমারী সরকারী ডিগ্রী কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা ও। পরীক্ষার জন্য সকল ধরনের প্রস্তুতি নিয়ে আসলেও কেন্দ্রের পরিবেশ আর রুমের পরিবেশ তাদের বিপাকে ফেলেছে । গত রবিবার ছিল ডিগ্রী ও এইসএসসি পরীক্ষা। সকল প্রস্তুতি নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসা পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা দিচ্ছি কিন্তু কেন্দ্রের আর রুমের অবস্থা বড়ই নাজুক, পরিবেশ স্যাঁতস্যাঁতে, নেই আলোর ব্যবস্থা, চারদিকে দুর্গন্ধ। তারা আরো জানান, পরীক্ষার হলের অবস্থা খুব খারাপ, নোংরা পরিবেশ এবং আলোর ব্যবস্থা কোন রকম না থাকায় বাধ্য হয়ে আমাদের মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়েছে বলে জানান। নাম না জানা শর্তে ১০৩ নং রুমের পরীক্ষার্থী বলেন, এতো খারাপ পরিবেশের সাথে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়েছে, আজ এই ডিজিটাল যুগে এসে কেউ এই ভাবে পরীক্ষা দেয়। তারা আরো জানান, ভালো প্রস্তুতি নিয়ে এসে ও পরিবেশ আর অন্ধকারের কারনে সবকিছু এলোমেলো হয়ে যায়। চিলমারী সরকারী ডিগ্রী কলেজের শিক্ষার মান ও পরিবেশ ভেস্তে যাচ্ছে জানিয়ে ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম মিজান, দুঃখ প্রকাশ করে বলেন, একটি কলেজ এবং একটি কেন্দ্রের এই দুরবস্থা হলে আমাদের এলাকার শিক্ষার মান কি ভাবে বাড়বে। এছাড়াও চিলমারী সরকারী কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিভিন্ন ভাবে এবং ফরম পূরণ, প্রবেশ পথের নামে নেয়া হয় অতিরিক্ত টাকাও। অভিভাবকরা অভিযোগ করে বলেন, পরীক্ষার জন্য সকল ফি দেয়া হলেও কেন উপযুক্ত পরিবেশ করা হয় না। এ ব্যাপারে কলেজের ভারঃ অধ্যক্ষ মোঃ কবিরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কারেন্ট না থাকায় বিকল্প ব্যবস্থা নেয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (সকাল ৬:২৫)
  • ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১