তথ্যের মহামারি রোধে আমাদের সকলের সচেতন থাকা উচিৎ –পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৭ সেপ্টেম্বর) চাঁদপুর বড়স্টেশন মোলহেড প্রাঙ্গনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর। জনাব বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চাঁদপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামরুল হাসান, জেলা প্রশাসক, চাঁদপুর।

পুলিশ সুপার বলেন, ডিজিটাল বাংলাদেশে তথ্য প্রযুক্তির সহজলভ্যতায় তথ্য সমৃদ্ধ হয়েছে। তথ্যের ইতিবাচক ব্যবহারের পাশাপাশি অনেকে প্রযুক্তির অপব্যবহার করে নেতিবাচক তথ্য, গুজব, মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। ফলে সমাজে দেখা দিচ্ছে বিশৃঙ্খলা। তাই তথ্যের এই মহামারি রোধে আমাদের সকলকে সচেতন হতে হবে।

পরে বিশ্ব পর্যটন দিবস- ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। বিশ্ব পর্যটন দিবস-২০২৩ এর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুরের পর্যটনশিল্পকে আরও বেশি বেগবান করতে ৩টি পরিকল্পনার প্রস্তাব রাখেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জেলেদের একটি দলকে নৌকা এবং জাল সহ পর্যটকগণ ভাড়া নিতে পারেন। এতে করে মাছ ধরা এবং নদী ভ্রমণের আনন্দ উপভোগ করা সম্ভব। এটিকে সুনির্দিষ্ট কাঠামোয় নিয়ে এসে প্রচারণা করলে চাঁদপুরে পর্যটকদের আকর্ষণ বাড়বে। দ্বিতীয়ত, চাঁদপুরে নদীর বুকে জেগে উঠা চরগুলোতে বিনিয়োগ করে পর্যটন এলাকা তৈরি করা সম্ভব। এটিও পর্যটনের সম্ভাবনা বৃদ্ধি করবে। তৃতীয়ত, চাঁদপুর যেহেতু ইলিশের জন্য বিখ্যাত, তাই ইলিশের মৌসুমে চাঁদপুরে ‘ইলিশ মেলা’র আয়োজন করা যায়। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ চাঁদপুরে ইলিশ ক্রয়ে এবং ভ্রমণে আসবে। আমরা মনে করি, এই তিনটি বিষয় চাঁদপুরের পর্যটনশিল্পকে আরও বেশি লাভজনক ও গতিশীল করবে। চাঁদপুর জেলা পুলিশ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে এবং পর্যটনশিল্পে চাঁদপুরকে আরও বেশি জনপ্রিয় করতে সর্বদা পাশে থাকার আশ্বাস প্রদান করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

এ সময় জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর, জনাব নাছির উদ্দিন আহমেদ, সভাপতি, জেলা আওয়ামী লীগ, চাঁদপুর, জনাব আবু নঈম পাটওয়ারী দুলাল, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, চাঁদপুর, জনাব মোঃ জিল্লুর রহমান জুয়েল, মেয়র, চাঁদপুর পৌরসভা, জনাব রতন কুমার মজুমদার, অধ্যক্ষ, পুরানবাজার ডিগ্রি কলেজ, চাঁদপুর, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (রাত ১০:৩৩)
  • ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০