বিএনপি জামায়াত এর নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম ব্যুরো :
সারাদেশে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আজ ২০ নভেম্বর সোমবার সকালে চট্টগ্রাম মহানগর এর নাসিরাবাদ গ ইউনিট আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহিদ হোসেন টিটুর সঞ্চালনায় ও ইউনিট আওয়ামী লীগের সভাপতি ওহিদ চৌধুরী মুক্তির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল, যুগ্মসাধারণ সম্পাদক ইলিয়াস আলী, মনির হোসেন মনা, স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম বাসেত শফিকুর রশিদ হাবিব, মোহাম্মদ ইয়াসিন কামাল হোসেন, জামাল হোসেন, মানিক শেখ মুরাদ মোহাম্মদ শিহাব।
এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী বৃন্দ ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন সারাদেশে হরতাল ও অবরোধের নামে বিএনপি জামাত জন মানুষের এবং পরিবহনের উপর যে ধ্বংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে সারা দেশের জনগণকে নিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলবে।
বক্তারা আরো বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য দিনরাত যে পরিশ্রম করছেন এবং উন্নয়ন করছেন এই উন্নয়নের ধারাবাহিকতা নষ্ট করার জন্য কুচক্রী মহল ব্যর্থ প্রয়াস চালাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে থেকে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (দুপুর ১২:২০)
  • ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১