ফরিদগঞ্জে ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমির পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ :
ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমির পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়, সবক প্রদান, বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ নভেম্বর) সকালে মাদ্রাসার মাঠে শিক্ষানুরাগী মোঃ আমির হোসেন পাটওয়ারী’র সভাপতিত্ত্বে ও মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবুল কাশেম ফারাবী’র সঞ্চালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল এম.এ. মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতী এইচ.এম. আনোয়ার মোল্লা৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তুলাতলী জামে মসজিদের খতীব মুফতী আনোয়ার হোসেন আমিনী, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ৷ এর পূর্বে সবক ও বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জাকির হোসাইন ৷ অনুষ্ঠানে পঞ্চম শ্রেনীর বিদায়ী শিক্ষার্থীর পক্ষে মানপত্র পাঠ করেন মাইশা মালিহা।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা সুপারেন্টেড আলহাজ্ব রিয়াজ আহমেদ ফরিদী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, মুক্তিযোদ্ধা আবু তাহের সহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ অভিবাক বৃন্দ।
সবক প্রদান ও দোয়াপরিচালনা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদগঞ্জ মজিদিয়া কামিল এম.এ. মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতী এইচ.এম. আনোয়ার মোল্লা৷ দোওয়া শেষে পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়৷

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ১০:৫২)
  • ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১