মোশারফ হোসেন ফারুক মৃধা :
ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নে স্বল্প ও নিম্ম আয়ের কার্ডধারী সাধারন মানুষের মাঝে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে।
সোমবার (২০ নভেম্বর ) সকাল ৯ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন, ফরিদগঞ্জ উপজেলা ট্যাগ অফিসার ও উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার জহিরুল ইসলাম।
এসময় উপস্হিত ছিলেন, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সচিব মো: আমির হোসেন, ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের স্হানীয় এমপির প্রতিনিধি ও সাবেক মেম্বার মোঃ রফিকুল ইসলাম, ডিলার জহিরুল ইসলাম ও ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ।
এসময় ইউনিয়ন পরিষদের সচিব মো: আমির হোসেন জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের কার্ডধারী নিম্ম আয়ের প্রতি পরিবারকে ৪৭০ টাকার বিনিময়ে ২লিটার সোয়াবিন তৈল, ২ কেজি মুসুর ডাল, ৫ কেজি চাউল সহ মোট ১হাজার ৯০ জন,পরিবারকে প্রদান করা হয়।
এসময় ইউনিয়নের উপকার ভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।