নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুর শহরের পশ্চিম
শিকারপুর এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা হারুন উর রশিদ হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সকালে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী………রাজিউন)।
তিনি বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রীসহ ১ পুত্র ও ১ মেয়ে রেখে গেছেন। একই দিন আসর নামাজ বাদ পশ্চিম শিকারপুর জামে মসজিদ প্রাঙ্গনে গার্ড অব অনার প্রদান ও জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মাগরিবের নামাজের পরে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার
প্রদান করা হয়। এর পরে তাকে পৌর কবরস্থানে মুক্তিযোদ্ধাদের নির্ধারিত জায়গায় দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যবৃন্দরা।
পিরোজপুর।