চট্টগ্রাম ব্যুরো:
যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ব্যারিস্টার মনোয়ার হোসেন সোমবার (২০ নভেম্বর) ঢাকায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চট্টগ্রাম – ৮ ও ১০ আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন।
এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লিপি বেগমসহ চট্টগ্রামের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতাকর্মীরা।
দলীয় কার্যালয়ের সামনে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের দেওয়া বক্তব্যে ব্যারিস্টার মনোয়ার বলেন, “যে আসনেই তাকে মনোনয়ন দেওয়া হোক না কেন তিনি কালুরঘাটে নতুন সেতু ও চট্টগ্রাম উন্নয়নে তথা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরলসভাবে কাজ করে যাবো ।”
দুটি আসনে আবেদন দাখিল করার বিষয়ে তিনি আরো বলেন, “চট্রগ্রাম – ৮ আসন বোয়ালখালী আমার গ্রামের বাড়ি, আর চট্টগ্রাম – ১০ আসন শহরের বাড়ি ও জন্মস্থান। নগরীর দুঃখ বলে খ্যাত চাক্তাই খাল খননসহ জলাবদ্ধতার সমাধান ও চট্টগ্রামমের উন্নয়নে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি ।”
জানা যায় ব্যারিস্টার মনোয়ার হোসেনের দুদিকেই তার ভালো সামাজিক ও রাজনৈতিক ও স্থানীয় জনপ্রিয়তা রয়েছে ।