চট্টগ্রাম ব্যুরো :
গাউছে জামান,মুফতিয়ে আযম আল্লামা শাহসুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (কঃ)’র ৭৯তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুুতিমূলক মতবিনিময় সভা সভাপতি শাহজাদা সৈয়দ নুরুল আলমের সভাপতিত্বে ২০ নভেম্বর’২৩ সোমবার বাদ এশা একাডেমীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক গোলামুর রহমান রাজুর সন্চালনায় উক্ত সভায় দিকনির্দেশনামুলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন আওলাদে ফরহাদাবাদী শাহজাদা সৈয়দ জামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সাফায়াতুল ইসলাম সাবাল, নাছিরউদ্দিন মন্টু, ইকবাল হোসেন তালুকদার, পারশেদ বিন আনোয়ার। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মিল্লাত হোসেন মেম্বার, মাস্টার এনামুল হক মুহুরী, মাহামুদুল্লাহ মেম্বার, নুর হোসেন মুন্সি, রেজাউল মোস্তাফা তাইফু ,ফরহাদ হোসেন মুন্না, সৈয়দ নুরুন্নবী,সৈয়দ ইয়াসিন উদ্দিন, মোঃ ফাহিম,আব্দুল্লাহ আল নাফিজ, হাফেজ সাবের আহমদ, মোঃ রিদয়, নাহিম উদ্দিন রিকু, সৈয়দ গোফরান উদ্দিন ফরহাদ, মোহাম্মদ জোহা, বশর, শেখ মুহাম্মদ হাসান উদ্দিন, মোঃকদর প্রমুখ। হাফেজ সৈয়দ সাবের আহমদের মিলাদ কেয়ামের পর মুনাজাত করেন মির্জাপুর দরবার শরীফর সাজ্জাদানশীন মওলানা সৈয়দ মোফাক্কেরুল ইসলাম মির্জাপুরী।সর্বশেষ উপস্থিত সকলকে তবারুক খাওয়ানো হয়।
আপডেট টাইম : মঙ্গলবার, নভেম্বর ২১, ২০২৩, ১২৪ বার পঠিত