চট্টগ্রামে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের সময়সূচি নির্ধারণ

চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম জেলা ও মহানগরের থানা এবং ক্যান্টনমেন্ট বোর্ড এর অধিভুক্ত লাইসেন্সধারীর আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহের ২০২৪ সালের জন্য নবায়নের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নবায়নবিহীন সকল আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ নির্ধারিত সময়ের মধ্যে অফিস সময়ে জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম এর আগ্নেয়াস্ত্র শাখায় (রুম নম্বর: ২৫৪) অস্ত্র সহকারে স্বশরীরে উপস্থিত হয়ে নবায়ন করার জন্য সকল আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীকে অনুরোধ জানানো হয়েছে।

আগামী ১ ডিসেম্বর ২০২৩ হতে ৩১ ডিসেম্বর ২০২৩খ্রি. মধ্যে নবায়ন ফি ও ফি’র উপর ভ্যাট প্রদান সাপেক্ষে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করা যাবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ক্যান্টনমেন্ট বোর্ড ও জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম এর কার্যালয়, আগ্নেয়াস্ত্র শাখায় উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন।

ইতোমধ্যে যে সমস্ত লাইসেন্সধারী স্মার্ট লাইসেন্স কার্ড পেয়েছেন তারা অনলাইনে নবায়নের আবেদন করবেন। অনলাইনে আবেদনের পর আবেদন স্লীপসহ নবায়নের জন্য নির্ধারিত তারিখে আগ্নেয়াস্ত্র, পূর্বের লাইসেন্স এবং স্মার্ট কার্ডসহ জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম এর কার্যালয়, আগ্নেয়াস্ত্র শাখায় হাজির হয়ে নবায়ন সম্পন্ন করবেন।

এ কার্যালয় হতে ইস্যুকৃত সকল ধরণের আগ্নেয়াস্ত্র আগামী ৩১ ডিসেম্বের তারিখের মধ্যে আগ্নেয়াস্ত্র শাখায় উপস্থিত হয়ে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পাদন করার অনুরোধ জানানো হলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত উওএওঞঅখ অজগঝ গঅঘঅএঊগঊঘঞ ঝণঝঞঊগ (উঅগঝ) এ আগ্নেয়াস্ত্র লাইসেন্সের ডাটা এন্ট্রির জন্য নি¤েœাক্ত ছক অনুযায়ী লাইসেন্সধারী ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের আগ্নেয়াস্ত্র, মূল লাইসেন্সের তথ্যসমূহ নবায়নের সময় জেলা ম্যাজিস্ট্রেটের কার্যলয়ের আগ্নেয়াস্ত্র শাখায় দাখিল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

লাইসেন্সধারী ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের নম্বর, ব্যাক্তি বা প্রতিষ্ঠানের টিন নম্বর, প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন নম্বর, ট্রেড লাইসেন্স নম্বর, আবেদনকারীর মোবাইল নম্বরসহ আগ্নেয়াস্ত্র লাইসেন্সর অনুলিপি, জাতীয় পরিচয় পত্র, টিন সার্টিফিকেটের অনুলিপি এবং পাসপোর্ট সাইজের ছবি প্রেরণ করার অনুরোধ জানানো হয়েছে।

নবায়ন ফি- বন্দুক/শর্টগান/রাইফেল- ৫,০০০/- (৫ হাজার টাকা), পিস্তল/রিভলবার – ১০,০০০/- (১০ হাজার টাকা)। নবায়ন ফি জমাদানের কোড- ১-২২১১-০০০০-১৮৫৯। নবায়ন ফি’র উপর ১৫% ভ্যাট জমা দানের কোড নম্বর ১-১১৩৩-০০২৫-০৩১১ এবং নবায়ন ফি এর উপর ১০% উৎস কর জমা দানের কোড নম্বর ১-১১৪১-০০৭৫-০১১১।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (সকাল ৬:০৪)
  • ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১