নিউজ ডেস্ক:
বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে ১১৪ জনের নাম উল্লেখসহ ৪ হাজার ১১৪ আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। রাজধানীর পল্টন মডেল থানায় এ মামলা করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) পল্টন থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া মামলাটি করেছেন। এ মামলায় ৯৫ আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের ঢাকার আদালতে হাজির করা হবে।