ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

নিউজ ডেস্ক:

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের আগের আসরে ২০২২ সালে ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের। তবে এবার প্রতিশোধ নিয়ে দেখাল বাংলার যুবারা। দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটল বাংলাদেশ।

প্রথম সেমিতে গতকাল ভুটানকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক নেপাল। মূল ম্যাচটি ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা। অপরদিকে আজ বাংলাদেশ-ভারতের মূল ম্যাচটিও হয়েছিল ১-১ গোলে ড্র। এরপর খেলা পেনাল্টিতে গড়ালে সেখানে ৪-৩ গোলের জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

টুর্নামেন্টে এর আগেও তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। হারের স্বাদ পেয়েছে প্রত্যেকবারই। ২০১৭ সালের নেপালের বিপক্ষে হারের পর ২০১৯ ও ২০২২-এ দুবারই ভারতের বিপক্ষে হেরেছে যুবারা। আজ তাই ফাইনালে জায়গা করা ছাড়াও প্রতিশোধ নেওয়ারও দিন ছিল বাংলাদেশের।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (দুপুর ১:৫৬)
  • ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০